তোমার অঙ্গ জুরাইয়া দিব
সাধনা পরশ দিব
একবার তুমি শুধু আমার হও।


তোমার শরীর জুরাইয়া দিব
আলতা পরাইয়া দিব
মালিকা পড়াব ওই গলে
বসিয়া থাকিব তোমার তলে
হাতটি ধরিতে যদি মোরে দাও।


তোমার ভেজা চুল মেলিবা
কোথা বন্ধু রাখিবা
আমার মাথার পরে দাওনা মিলাইয়া;
তোমার বদন শীতল করিব
একবার যদি কথা কও।


এত রূপ রাখো কোথায়!
কে বা সে খুঁজে পায়
তোমার চোখেতে মায়ার খেলা
সবে করে অবহেলা
আমি যতনে সাজাইয়া দিব
আমার ঘরে যদি রও।
     -------


**অসম্পাদিত!