তুমি প্রিয় আজ বলে গেছ
কত কথা কানে কানে;
তুমি যে শোনালে আপনেতে
কত কথা গানে গানে।
আজ তুমি মুখখানি তুলে
আমাকে বলেছ আসি;
কানে কানে আমি আজ বলি
তোমাকেই ভালোবাসি।
তুমি যেন বসে থাক আজ
শুধুই আমার টানে।
কখন কাঁদো, কখন হাসো
আজ আমি বুঝিলাম;
তোমার মনের সব কথা
মন দিয়ে শুনিলাম।
কাছে যদি আজ আসো তুমি
দেখিব তোমার পানে।
-----