কতদিন দেখা নেই তনু!
তুমি বুঝি হাঁটো না গো আর;
সেইদিন হেঁটে আমি তুমি-
দেখিয়াছি কত সীমানার।
মন মাঝে ফুর্তিরা ছিল
তুমি ছিলে আমার এ কাছে;
দরকার আজ নেই বুঝি
সব কাজ তোমাতেই আছে।
কিছু পথ পরে বিশ্রাম-
বোশেখের ছায়া মধুবার।
তুমি পেয়ে কত খুশি হও
কতকাল খাওনি এসব;
কিছু খাও কিছু যাও নিয়ে-
আমি যেন প্রণয়ে নীরব।
কানে কানে গুনগুন স্বর
প্রথম এ দিনে মহিমার।
-----