তুমি নিজ মনে কথা বলো-
নিভৃতে মোর সাথেতে চলো
তুমি আজ সময় দিলে কাছেতে আসি।
বাদল মেঘ হয়েছে শেষ,
দেশ মাঝে শরতের বেশ-
তোমার রূপেতে আজ দেখি কত হাসি।
তুমি নিজ মনে...
শরতে যত শিউলি ফুল,
সাজাব ওই মাথার চুল-
কানে কানে বলি আজ, শুধু ভালোবাসি।
তুমি নিজ মনে...
তোমার নামে দি' আলপনা
এ দুয়ারে তুমি সুনয়না
তোমার কাছে আমার স্বপ্ন রাশি রাশি।
তুমি নিজ মনে...
-------