তুমি যখন এসেই গেলে, তাহলে আর গেলাম না
ভাবব না আর একলা বসে জীবনে কী পেলাম না।
আমি ভাবি নিতি নিতি কাটিয়ে বসন্ত ভীতি
আসবে কবে আমার সীমানায়;
সাজিয়ে ফুলের মালা পরাব তোমাকে বালা
থাকো তুমি কোন অজানায়।
সজল আমার চোখ দুটি বাদলে ভেজালাম না।
কতদিন চলে যায় ফুল আসে শাখায় শাখায়
অপেক্ষাতে থাকে গাছের পাতা
ফকিরায় বান্ধে ঘর, দুজনে পরস্পর
মহাজন লেখে গানের খাতা।
তুমি যদি কাছে থাকো আমারে বাঁধিয়া রাখো
তোমার কথা শুনি দিয়া মন;
না পেয়ে তোমার সাড়া স্তব্ধ নগর - পাড়া
নীরবে কাটে বেলা অযতন।
গোপনের কথাখানি কারে বোঝালাম না।