একেলা ঘরে বসেই আমি এমন বাদল রাতে;
তুমি যদি আসতে বন্ধু ও কাজের অছিলাতে।


আমার ঘরে আমিই আছি, ঝরিছে বাদল ধারা
তোমার কথায় মনে আসে তোমাতেই আমি হারা।
নীরব আমার ঘর বেলা চারিদিকে দেখি তুমি
সবখানেতে ছোঁয়াটি পাই তোমায় যেন গো চুমি
জানালায় মুখ চেয়ে চেয়ে থাকি তোমার আশাতে।


তুমিই আছ তোমার দেশে নানান কাজের মাঝে
তোমার দেশে বাদল কিগো ঝরিছে এমন সাঁঝে!
আমার কথা তোমার মনে আসে নাই এই বেলা
তোমার কথা ভেবেই আমি, আমার মন উতলা
একবার উঁকি দিয়ে যাও আমার এ জানালাতে।
                -------