তুমি যদি আজ থাকতে গো কাছে কাঁদতে আনন্দেতে-
আমার মনের সকল কাহিনি বুঝতে জীবনে মেতে।


কত যে তোমায় ভালোবাসিয়াছি বোঝাব কেমন করে
তোমার কথায় ভাবিয়া চলেছি আমার শূন্যঘরে।
আমার ভিতরে আবেগ গীতিকা, আবেগ তোমার প্রতি
আমরা ছিলাম বন্ধুর মতো কেউ কারো নয় ক্ষতি।
কীভাবে সময় কেটে যেত বেলা বুঝিনি কীভাবে পেতে।


কতই স্মৃতি মনের কোঠায় অনায়াসে ভিড় করে
সবই হারানো বেদনা যে আজ মনে পড়ে বারেবারে।
পুলকিত মন গভীর বেদনা দুঃখ অজান্তে
নিয়তি খেলায় হেরে গেছি আমি পারিনি তো জানতে।
আমার কান্না থামিয়েছি আমি বারণ করেছি যেতে।
                -------