কতদিন দেখা নেই তনু
কীভাবে যে আজ কাটে দিন!
শরীর কেমন আছে আজ
স্মৃতি ভাসে হৃদয়ে গহিন।


'পরিচয়' হোটেলেতে খাওয়া
কিনে দিই ও কানের দুল;
হাত ধুয়ে বডি রিক্সায়-
পোড়ামাটি, আর কিছু ফুল।
চলে আসে ফিরিবার পালা
ট্রেন ছাড়ে রামপুরহাট;
আঁচড়াও চুলটি তোমার
চেনা মুখ কত পরিপাট।
সেদিনের সেই চেনা সুরে
এই বুকে বাজে কত ঋণ।


জানালায় পাশাপাশি বসি
হেলিয়েছ মাথা এই কাঁধে;
চুপিসারে কত আলাপন
কপালটি ধরে গেছে রোদে।
কবিতা যা লিখি আমি আগে
কিছু তার দিয়েছি তোমায়;
খুশি হও 'বনলতা' শুনে
বেলা ডোবে আজ মহিমায়।
তুমি ফিরে কাঁদো বিছানায়
সেদিনের স্বপন রঙিন!
       ------