তুমি ধরা না দিলে
আমি ধরি কেমনে;
তুমি দেখা না দিলে
আমি বাঁধি কি সনে।


এই যে আসো মেয়ে
শ্রাবণ মেঘ মতো;
ভাসিয়েছ  আমাকে
ভাসি যে অবিরত।
কেমনে পৌঁছাব
আমি তোমার মনে।


আকাশে চাঁদ হাসে
মিটি মিটি ও তারা;
এ রাত জেগে বুঝি
দেয় তারা পাহারা।


আশায়  বসে থাকি
আসো তুমি এবার;
তোমারে সব দিব
যা আছে গো দেবার।
তোমার তুলে দেব
অনেকই যতনে।