কোন ভুবনে আছো বন্ধু
কেমন তোমার দেশ;
তুমি বুঝি আজ ভালো আছো
ভালোই তোমার বেশ।


ওই ভুবনে খুশি তোমার
তোমার কাজের বেলা;
সদায় মুখে হাসি তোমার
মধুর সুরের খেলা।
সেথায় বুঝি দুঃখ নেই
চোখের জলের রেশ।


দূরের থেকে দেখি গো শুধু
রাম ধনুক আকাশে;
সাত রঙেতে সেজেই ওঠে
নাচে যে আজ বাতাসে।


আমার মনে আঁধার আজ
মন মাঝে নেই হাসি;
আমি বন্ধু বুঝিয়া গেছি
তাকে কত ভালোবাসি।
একটি বার কাছেতে এসে
দেখাও তোমার কেশ।
      -------