কতদিন দেখা নেই তনু
কেমন চলছে গবেষণা!
তুমি বুঝি আর ট্রেন ধরে-
'কল্যাণী' দেশে আসো না!


এর মাঝে চলে গবেষণা
কত কিছু খুঁজে চলি আমি;
নেট মাঝে দিন রাত খোঁজা
যদি কিছু পেয়ে যাই দামি।
সব বলি তনু তোমাকেই-
তুমি বুঝি খুশি হও খুব;
আমার সে কাজকাম ফেলে
গবেষণা মাঝে দিই ডুব।
তুমি বুঝি আর ভালোবাসোনা।


আসা যাওয়া মোর বাড়ি পথে-
আগে পরে থামে ওই ট্রেন;
এ স্টেশন দ্রুত ছুটে যাও-
বাজিয়ে করুণ সাইরেন।
আমি তাই সব কিছু নিয়ে
দাঁড়িয়ে থেকেছি আগে পরে-
হেসে হেসে তুমি কথা বলো
ফোন করো ফিরে সেই ঘরে।
সেদিনের কথা বুঝে হাসো না!
        ------