তোমার কাছেতে যাব বলে
এ মন ছুটেছে মোর;
তুমি বন্ধু খুলেই রেখো
তোমার ঘরের দোর।


কতদিন দেখিনি তোমার
যাইনি তোমার বাড়ি;
ফেরার কালে দেবে বিদায়
তোমার ও হাত নাড়ি।
আমার মনে তুমিই আছ
শুধু তুমি নিশি ভোর।


যেমন করে বাতাস আসে
আমার মনের ঘরে;
তেমনি করে ডাকি তোমার
আমার মনের 'পরে।


সেই যে কবে গেছি গো আমি
তোমার পথের পানে;
আবার আমি যাবই বুঝি
তোমার সুরের টানে।
আমি চুপি চুপি চেয়ে রব
হয়ে ও মনের চোর।
      -------