তোমার নয়নে আদর সাজাও।
তুমি বেশ কবিতার মতো চাও-


তোমার বকুল বেলার সে ছবি;
যেন হাসি খেলে প্রভাতের রবি।
তুমি যে আমার হৃদয়ে হারাও।


তোমার হৃদয় এ পলকে ধরা;
তুমিই সঞ্চারী, তুমিই অন্তরা।
তুমি উজানির সুরে গান গাও।