তুমি আর সেলফোন
ফেসবুকে চুপচাপ;
নদীপথে জলছবি
সাদা ঢেউ অভিশাপ।
বল দেখি মন আজ
আসবে তুমি কখন।
তুমি আর...


নিকোটিন বিষহীন
শেষ ঘুম আলতায়;
মুখচোরা স্বপনেতে
রাত জেগে কবিতায়।
দুটি চোখ ধরে থাকি
নেশা ঘোরে নিমগন।
তুমি আর...


এলোকেশী মন সাথে
নীরবেতে বাজে বাঁশি;
নিঝঝুম চিৎকারে
ভাঙাপথ ভালোবাসি।
আজ তাই কেউ এলে
ফাকা থাকে গৃহকোণ।
তুমি আর...