আমি) তোমার নামে নাম রেখেছি
আমার ভালোবাসার;
তুমি আমার পরান প্রিয়
বহু দিনের আশার।


আমি যখন বুঝতে শিখি
প্রেমের মায়ায় ঘিরে;
আমার নাও ভিড়িয়ে দিই
তোমার নদীর তীরে।
আমার মনের সব কথা
তোমার প্রিয় ভাষার।


তোমার নামে চলব আমি
তোমার পথের পারে;
তোমায় আমি দেখব চেয়ে
দিনে রাতে বারে বারে।
তুমি আমায় স্বপন দিও
ঘুচিয়ে দিও আঁধার।
      -------