বন্ধু, তুমি আমার নয়ন জুড়ে থাকো-
আমার ঘরে আমার মনে আপন সুরে ডাকো।
তোমার রূপে পরান পোড়ে মন যমুনায় দায়-
এই হৃদয়ের সকল এ ধন তোমার মহিমায়।
কোন বা ছন্দে হেঁটে চলো আমার বাড়ির দ্বারে-
অবাক চোখে তোমায় দেখি আমি বারেবারে।
মন বলেছে বন্দী হয়ে আমার ঘরে থাকো।
মেঠো পথে চলো তুমি হাওয়ায় ওড়ে চুল
নিজের হাতে তুলেই চলো বন বাগিচার ফুল।
আমি যেন লুকায় থাকি দেখতে তোমার হাসি
বন্ধু, মন বলেছে আজকে তোমায় আমি ভালবাসি
চির জনম তোমার কোলে আমায় তুলে রাখো।