তুমি আমার মোহনবীণা
তোমার মাঝেই ভাসি;
তোমার ছোঁয়া মাখতে আমি
তোমার কাছেই আসি।


তুমি আমার বাদলধারা
ভালোবাসা এই মনে;
তোমার কূলে সপে দিলাম
তোমার এই জীবনে।
তোমার বুকেতে সূর্য ওঠে
আমার মনেতে বাঁশি।


তুমি আমার পাগল করা
এ ভরা নদীর ধারা;
তোমার প্রণয় সুখে আমি
হবই পাগলপারা।


তুমি হলে আঁধার রাতের
একটি চাঁদের কণা;
জোনাক জলা বাসরঘরে
তুমিই হলে জোছনা।
তোমার মাঝে গোপন কথা
তুমিই আমার হাসি।
      ------