তুমি আমার আপন ঘরে এসো
তুমি আমার মনের দ্বারে বোসো।
তোমাকে দেখিব চেয়ে আপনায়
তোমাকে রাখিব মোর জোছনায়।
তোমারে কাছেতে নিব;
মনের ভালোবাসা দিব
আমায় আপন করে ভালোবেসো।
আজি ফাগুন দিনের এ বেলায়
রঙিন ফুলেতে মাতিব খেলায়
তোমার নয়ন সাথে
কথা বলি এই রাতে
আমাতে চাহিয়া তুমি শুধু হেসো।