তোমার চোখেতে ফাগুনের মাস
তোমার মুখেতে কবিতার দিন;
তোমার মাঝেতে ছুঁয়ে গেছি আজ
তুমি যে আমার ভ্যালেন্টাইন।
তোমার চোখেতে নবীন হাওয়া
তোমার চুলেতে চেনা সেই সুর;
ওই মুখ দেখে মন মেতে ওঠে
গীতিকথা মাঝে চেয়ে ভরপুর।
তোমার কণ্ঠে পলাশের ফুল
তোমার ললাটে আদরের ঋণ।
তোমার চোখেতে চেয়ে থাকি আমি
তোমাতে হারিয়ে শুধু দেখি আমি।
আজকে আবার ঠোঁট পানে চেয়ে
বলেছি তোমায় ভ্যালেন্টাইন।
আজ আর কিছু নবীনতা নয়
ভালোবাসি আজ দুয়ে অমলিন
-----