আজ সকালে তোমার বাড়ি তুলতে গেছি ফুল;
তুমি কেন দরজা দিতে আজ করেছ ভুল।
ফুল তুলেছি, ফুল দেখেছি নবীন মালতি-
তোমার বাড়ির ফুলের মাঝে প্রণয়-পিড়িতি
তুমি কেন শুয়ে আছ ছেড়ে তোমার চুল।
একা একা গেছি আমি তোমার ফুলের দেশে-
ফুলের ছোঁয়ায় মূর্ছা গেছি ফুলকে ভালোবেসে।
কত সময় কাটিয়ে এলেম (তুমি) ঘুমেতে আকুল।
আবার যাব ফুল তুলিতে সেই কুয়াশার বেলা;
যখন তুমি ঘুমের দেশে আপন মনে খেলা।
সেদিন বুঝি নেব কেড়ে তোমার কানের দুল।