তোর আঙিনায় শিশিরের ভোরে আগোছালো প্রেম 'পরে
তোর উঠানেতে তোর ভেজাশাড়ি টুপটাপ জল ঝরে।
কথায় কথায় দাগ লেগে যায় রাতদিন পরিপাটি
রাঙা আলতায় পথটি পিছল তোর পিছে আমি হাঁটি।
সারা গায়ে রোদ লেগে যায় তোর অগোছালো মাথা তরে।
তোর সাথে আজ মন আঙিনায় স্বপ্নের খেলা করি
তোর আঁচলেতে বাঁধা পড়ি আমি আপনার বুকে ধরি।
স্বপ্নের মোহে ছিড়ে গেছে তোর সবুজ রঙের ঘরে।