তোমায় কিছু দেব বলে
নিলেম তোমায় ডেকে;
হাত বাড়িয়ে কাছে এলে
যেমন দূরের থেকে।


সেদিন ছিল প্রণয়ের রাত
গোপন প্রিয়ার কথা;
তোমার তরে  রেখে গেছি
স্বপন সকল সেথা ।
তোমার নামে বকুল কুঁড়ি
আড়ালেতে ঢেকে।


অনেক কিছুই দেবার ছিল
দিতে পারি বন্ধু;
তোমার নামে ভালোবাসা
বুকের মাঝে শুধু।


কাছে এসে হাতটি বাড়াও
আমার মনের কাছে;
তোমার জন্য নতুন সে দেশ
গোপনেতে আছে।
আদরেতে রাখি তোমায়
বলব কথা সুখে।