তোমায় আমি রং মাখাই
তোমার আদর মুখে;
তোমার মুখে রং আসুক
আসুক বড়োই সুখে।
আমার হাতে আবির নিয়ে
তোমায় রাঙায় আমি;
আজিকে বুঝি আমার চোখে
তুমি যে কতই দামি!
আজিকে তাই রঙের মাঝে
তোমায় চেয়েছি বুকে।
বসন্তে আজ ফুল ফুটেছে
ও ফুল ফুটেছে গাছে;
তোমার শোভা তুলিয়া রাখি
ভালোবেসে মোর কাছে।
একটু রাঙা প্রেম আবির
আমায় দাওগো দেখে।