ঘরের দুয়ারে এসে থেকেছ দাঁড়িয়ে
এ চোখের এ তারায় সীমানা ছাড়িয়ে।
অজানা বিকালে তুমি চোখের তারায়-
শুধাতে আমাকে কিছু নন্দন মায়ায়!
হাতখানি দিয়েছিলে খানিক বাড়িয়ে।
শুধু তুমি চেয়েছিলে নয়ন শোভায়!
তুমি বুঝি হৃদমাঝে আছ ভাবনায়
তোমাতে জোছনা খুঁজি নিজেকে হারিয়ে।
--------