তোমারে দেখেছি আমি বসন্তপ্রভাতে
দিগন্ত দেব যে পাড়ি তোমার সাক্ষাতে।


একাকী নিভৃতদ্বারে  রূপে সুশোভন
তুমি পড়েছে নয়নে আজ নয়নরতন;
এত রূপ ওই দেহে কে দিল তোমাতে!


আঁখির তারায় ধরে করেছি যতন
তুমি নবীন সহস্র ফুলের মতন;
আমি যেন থেমে গেছি তোমার সীমান্তে।