তোমার সাথেতে আমি ভেসে গেছি কত-
তোমাতে চলেছি আমি প্রিয় অবিরত।


আজ তুমি হেঁটে গেছ আমি পিছে পিছে-
আমার স্বপনকথা আজ সব মিছে।
তোমার ভাবনা নিয়ে চেয়েছি নিয়ত।


একদিন কত কথা বলেছ আমায়-
আমি তো মগন থাকি তোমার শোভায়।
তোমার আঁচলে ভেজে হয়েছি সুস্নাত।