তোমার সাথে পথ হেঁটেছি আজকে দোলের দিনে
রঙ্গের মাঝে আমি তোমায় ঠিক গিয়েছি চিনে।


তোমার চোখে চোখ রেখেছি আজকে হোলির কাল
ওই মুখেতে রং মাখাব ইচ্ছা বেসামাল
রং খেলেছি এত টি কাল আমি তোমায় বিনে।
তোমার--


ঠিক জানিনা আজকে দুজন কোথায় যাব মিশে
সকাল বেলার দোলের খুশি আঁচল জুড়ে ভেসে।
আজকে বেঁধো তুমি আমায় চিরদিনের ঋণে।
তোমার-----