বৃষ্টিরানি মন-বাতাসে আপনবেলার সাথি,
তোমার সাথে মনের কথা মল্লিকা-প্রভাতি।


আমার কাছে বৃষ্টি এলে তোমায় মনে পড়ে-
তোমার আকাশ মেঘ ছেয়েছে বৃষ্টি হবে পরে।
সবাই ঘুমে দুপুরবেলা পরদা ওড়ে মনে-
আমার সাথে কথা বলো মধুর উচ্চারণে।
তোমার সুরে ভেসে উঠি কথার অতিথি।


তোমার ঘরের খুঁটিনাটি আমায় বল সব!
কাজের লোক ডুব দিয়েছে, কোথায় কলরব।
তোমার সাহেব কোথায় গেছে কোন নগরের গায়
সবই বলো কখন সাহেব আড্ডা দিতে যায়।
ফোনটি হাতে নিয়েই বসো একলা দিবস-রাতি।
       -------