তোমার সাথে বলতে কথা
চলতে পথে তোমার সাথে  
                    ভালোই লাগে।


মধ্যদিনে একলা তুমি
আমার ঘরের বাদল রোদে-
তখন তোমার শূন্য হাতে
আমার ছোঁয়া খানিক বাদে    
                 ভালোই লাগে।


তুমি যখন একলা বাড়ি
আমার  পথ দূরের দেশে
বলতে কথা গোপন সুরে
খানিক খানিক ভালোবেসে    
                  ভালোই লাগে।


**সম্পাদিত নয়।