তোমার সাথে পথ চলেছি
কুয়াশা মেখে গায়;
আমরা কত আপন বল
আজ তোমাকে শুধাই।


কখন যেন আলাপ হল
মনের মাঝে ছোঁয়া
পথের দিকে দেখতে থাকি
শুধু তোমার মায়া।
আজকে ভোরে শীতের কালে
আমরা ধীরে যাই।


কাছেতে এসে বললে কথা
তোমার মধু সুরে;
সেই কথাটি ভাবতে থাকি
যখন আমি দূরে।
চির জনম আমি তোমায়
কেমন করে পাই!
     ------