আজ তুমি এসেছিলে প্রতিবেশী ঘরে
তোমার সকল কথা  মোর কর্ণ 'পরে।


বাদল অন্ত বেলায় একা পূর্ণসাজে-
দুয়ার খুলিয়া আমি দেখি নাই লাজে
পাশে বসে শুনে গেছি নূপুরের ধ্বনি
আমার কানেতে বাজে সে পরশমণি।
শুনি আর বুঝি আজ প্রাণ সুধাকরে;


একবার মন চায় ফিরে বলি কথা
আর কি কখনো দেখা হবে অন্যথা-
তোমার মধুর মুখে মধুমাখা হাসি
পাশেতে বসিয়া যেন কত ভালোবাসি,
একান্তবিলাপ আজি আপন নগরে।
             --------