তোমার গাঙে সাঁতার দিব বন্ধুরে-
তোমার রূপে মাতব আমি অন্তরে।


আমার এই ভুবন পারে
আমার মনে ঘরের দ্বারে;
দেখি শুধুই প্রিয় চরণ।
আমার চোখে দিয়েছ ধরা
আমার কাছে আপন করা;
তোমার সাথে মিশি আপন
তোমায় নিয়ে চলেই যাব ওই দূরে।


তোমার চুলে ফুল গুজিব,
তোমার চোখে প্রেম খুঁজিব-
তোমার ঠোঁটে করি আদর;
তোমার বুকে রাখব মাথা
আমি কৃষ্ণ তুমিই রাধা;
আনন্দেতে আসে ভাদর
মিলন কালে গাইব গান ও সুরেরে।
       ------