ঠিকানায় পাঠিয়েছি প্রেম
অন্ধ সে পাখির সাথে;
তোমার প্রেমের ভাগশেষ
আজ জেগে নিশিরাতে।


রাত সম্পর্ক বহুদিনের
তবু ছিল না তো চোখ!
নতুন পর্বে আজ বুঝেছি
তুমিই অপর লোক।
বেঁচে আছি আজ শুধু বেঁচে
সম্পর্ক আজ বাঁচাতে!


চারিদিকে আছে বিষণ্ণতা
ও অর্ধেক ভালোবাসা;
নিরাপদ পথ হেঁটে আজ
তোমার কাছেতে আসা।
দেব না যে সব যুক্তিতর্ক।
মেটাবই আপসেতে।
         ------