আজ মনে পড়িয়াছে তব মুখখানি
ওই মন ওই কথা মোর দ্বারে আনি।


অনেককালের পরে, আমার স্মৃতিতে
যেমনে আসিলে তুমি নীরব অতীতে-
ভেবেছি রাখিব বেঁধে; আমার কাছেতে
কত কথা জমে আছে ,হৃদয় মাঝেতে
আমিও নিয়েছি কবে মোরা কাছে টানি-


আজ তুমি নেই কাছে হৃদয় বালিকা!
ঘরেতে শুকায় মোর ফুলের মালিকা;
কোন সুদূরের দেশে আছো তুমি আজ
চেয়ে দেখো ভেসে গেছে সেদিনের সাজ!
তোমার পাবার আশে অছিলায় মানি।
             ------