তোমার নামেই গান বেঁধেছি আজকে ভিড়ের মাঝে-
তোমার সাজে মোহিত হয়ে আজকে এমন সাঁঝে।


তুমি বুঝি গানের মাঝে আজকে আদর সুরে-
আমার খুশির ইশারাতে মনের অন্তঃপুরে।
সেই খুশিতে আমার মনে তোমার কথা বাজে।


*অসম্পাদিত।