তোমার নামে গান বেঁধেছি একলা আমার ঘরে-
নিশিরাতে বন্ধু ওগো তোমায় মনে পড়ে।


আমার ঘরে নবীন সূরয খেজুরপাতার বেড়া
সন্ধ্যাকালে হাটের থেকে নিত্য আমার ফেরা।
তুমি বুঝি চেয়ে থাকো ওই না পথের পরে।


আমার মনের গহন তলে তোমার বুঝি বাস;
তুমি আমার প্রিয়ার প্রিয় তুমি শ্রাবণমাস
তোমার দেখে চোখের তারায় মনটি আমার ভরে।
            -------