তোমার নামে ফুল ফুটেছে আজকে আমার গাছে;
আজকে দিনে তোমার কথা আমার মনে আছে।
বলতে তুমি আলোয় ভেসে থাকবে চিরদিন
তুমি আমার প্রাণপ্রিয় রাখবে প্রতিদিন
এখন দেখি দূরে আছ নেইতো আমার কাছে।
আজকে আমার বাদলবেলা তোমার সুরে সাথি
তোমার নামে ঘুম ভাঙে মোর তোমার নামেই রাতি
তোমার ছাড়া থাকলে আমি স্বপ্ন দেখি পাছে।