আজ শ্রদ্ধেয় গীতিকার শাহ আবদুল করিমের মৃত্যু দিন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে লেখা এই গান তাঁকেই উৎসর্গ করলাম।
------------------------------------------------------------------------------
তোমার নামে চন্দ্র সূর্য
ওঠে আজও সুখেতে;
তোমার নামে গানের কলি
ফোটে সবার মুখেতে।
তুমি প্রিয় আব্দুল করিম
সবার শ্রদ্ধেয় গানেতে;
লোক-সুরে প্রাণ মাতালে
বাংলা গানের টানেতে।
তোমার গীতি তাইতো শুনি
আমার সকল দুঃখেতে।
গানে জনম গানে তোমার
ভালোবাসা সুরেতে;
বাংলা দেশের গানের মাঝে
আছে প্রতি ঘরেতে।
গান শুনিয়া মনের কথা
রেখেছি তাই বুকেতে।
---------