এসো বন্ধু আমার ঘরে
দেখব আমি চেয়ে;
তোমার নামে তোমার গানে
আকাশ যাবে ছেয়ে।
তুমি যখন দূরেতে থাকো
শুধু তোমারে ভাবি;
আমার মনে আমার হৃদে
আছে তোমার ছবি।
কেমন যাদু করেছ তুমি
ওগো সোনার মেয়ে।
যখন তুমি আমার কাছে
বসে আপন মনে;
গোপন মনে আদর দাও
সন্ধ্যাবেলা ক্ষণে
বিরহে তাই গান লিখেছি
গানটি যাব গেয়ে।