তোমার মুখেতে চেয়ে গেছি আমি চেয়ে গেছি বারেবার-
তোমার মুখেতে কতই সে শোভা ভালোবাসা কবেকার।


আজকেই তুমি উড়িয়ে দিয়েছ তোমার শাড়ি-আঁচল
হেঁটেছ হেঁটেছ মনখানি ওগো কতটাই উচ্ছল।
আঁধারে গাইব গান আজ শুধু তোমাকেই শোনাবার।


ওই মুখে আজ চাঁদ হেসে গেছে হেসেছে গো অবেলায়
মনের সে আশা তোমাকে শোনাব আজ বুঝি নীরালায়
যদি এসে আজ সাহস দিয়েছ কথা কিছু বলিবার।