তোমার মুখে চেয়ে প্রিয় আজ লিখেছি গান
তুমি বুঝি গোপনবেলায় আমার অভিমান।


তোমায় দেখে ঘুম ভেঙ্গেছে আজকে ভোরের বেলা
তোমার চুলে লেখা আছে আমার আদর খেলা।
তোমার সুরে কথা বলি তোমার নামে স্নান।


তোমার কথা কোথায় যেন লুকিয়ে ভাসে কাছে
তোমার নামের স্বপ্নমালা সেওতো আমার আছে
এই জীবনে চলার পথে শুধু তোমার দান।