তোমার কুসুমমধুর মুরতি
আমাকে লভিতে দিও;
রঙিন কাঞ্চন শতক বিহঙ্গ
আমাতে ছড়িয়ে নিও।


তোমার কাজল নয়ন পল্লব
রেখেছি মনের ধারে;
সাজানো ফুলের সজীব মালিকা
দেখিয়াছি বারেবারে।
তোমার রঙিন আঁচলের মাঝে
আমাকে আজ রাখিও।


দূরে দূরে আজ নব সাজে দেখি
সেজে ওঠে বনরাশি;
জগতের ভালে আজ কত খুশি
তোমার নয়নে হাসি।


তোমার বিকশিত যৌবনখানি
দেখি আজ সীমানায়;
কাজল নয়নে স্বপন এঁকেছি
আমাকে যে রাখা দায়।
আমার নয়নে আঁখি দুটি এনে
আমাকে ভালোবাসিও।
      ----