তোমার নামে কবিতা হয়
তোমার নামেই গান;
তোমার কথায় দুঃখ ভুলি
ভুলে যাই অভিমান।
তুমি আমার হাসির মালা
তুমিই চোখের জল;
তুমি আমার স্বপনসাথি
এ বুকের কোলাহল।
তুমি আমার শূন্য মনে
আপন সুরের দান।
ফুল যেমন মেলেছে শোভা
সবুজ পাতার ফাঁকে;
বসন্ত আসিলে কোকিল
আপন সুরেতে ডাকে।
তোমার কাছে প্রেম আমার
তোমাতেই চেয়ে থাকা;
আপন ঘরে্তে বারেবারে
তোমাকেই শুধু ডাকা।
তোমার বুকেতে মাথা রেখে
ভাসাব এ সাম্পান।
-------