তোমার কথায় মনে পড়ে
ফাগুন বেলার ভোরে;
আলতো সুরে গান করিতে
আমার মনের দোরে।


আজকে এল ফাগুন বেলা
আমার এ আঙিনায়;
শত শতেক ফুল ফুটিল
মনের এ জোছনায়।
সেদিন ছিল নব মিলন
আজ মন মাঝে ঘোরে।


ফাগুন গেল শ্রাবণ এল
বহিল কতই ধারা;
মলয় ও বাতাসের মাঝে
পাই এ মনেতে সাড়া


এবার যদি আসেরে ফাগুন
বলব তারেই ডেকে;
মরমিয়ারে আনো গো তুমি
অনেক দূরের থেকে।
সব কথায় বলবে আবার
নতুন করেই মোরে।
    -----