তোমার জন্য বৃষ্টিরানি আবার মাতি সৃষ্টিতে
তোমার জন্য মেঘবালিকা ভিজি অঝোর বৃষ্টিতে।
তোমার জন্য স্মৃতির পাতা নতুন কিরণ পায়
বোঝাবুঝির দীপ জ্বেলেছি নবীন জোছনায়।
বৃষ্টিরানি গান বেঁধেছি আমি তোমার দৃষ্টিতে।
তোমার জন্য মেঘবালিকা--
তোমার জন্য মিশে থাকি সোহাগ ফুলের ধারায়
অপেক্ষাতে জেগে থাকি আপন ইশারায়।
আমার তোমার স্বপ্নগুলি রাখব আবার সৃষ্টিতে।
তোমার জন্য মেঘবালিকা---