তোমার সাথে বলতে কথা ভীষণ ভালোলাগে!
আপনমনে বলেই চলি গভীর অনুরাগে;
তোমার দেশে বৃষ্টি আসে বাদলবাতাস যত!
তোমার কাছে আদুরেমেঘ দেখি আগের মতো।
তোমার সকল কথা যেন মধুরবাতাস মাখে-
একটা দিনের হাজারলিপি হৃদয় তুলে রাখে;
তোমার মাঝে স্ব প্ন আমার পলাশ শিমূল ফাগে।
তোমার সাথে --
তোমার ঘরে একটা আকাশ একটা দিনের পরে
সকল তোমার গল্পমালা বলেছ অন্তরে।
আজকে খুশি বৃষ্টিরানি আবেগগুলি ঢাকা,
গল্প শোনাও মনের টানে স্বপ্নতো নয় ফাঁকা।
তোমায় নিয়ে হাজার কথা বলতে মনে জাগে।
তোমার সাথে --
------------------