বৃষ্টিরানি ভালোবেসে আজ দিয়েছ ছবি!
তোমার জন্য কাব্য আমার তোমার জন্য সবই।


বৃষ্টিরানি তোমার দুপুর একলা মেঘের ছায়;
তোমার চুলে বাতাস লাগে চেনা জোছনায়।
মেঘ দেখে আজ দৌড়ে আসো দরজা খোলো জোড়ে-
সাথে সাথেই বাদল নামে বাতাস যে উত্তরে।
মেঘলা দিনে বৃষ্টিরানি একলা আমার রবি।


তোমার ঘরে সবাই থাকে কেউ তো তোমার না,
একলা মনের গোপন কথা শোনে বিছানা।
মুখটি তুলে বালিশ থেকে ফোনটি আনো কাছে
আমার কাছে মেঘ পাঠালে তুমি মেঘের নীচে।


আজ হয়েছে রোদের বেলা আবার যাবে ছাদে-
আমার সাথে বলবে কথা একটু খানিক বাদে।
তোমার ছবি আমার কাছে অনেক অনেক দামি
বৃষ্টি দেখি ছবির মাঝে আমার দিবস যামী।
আঁধার মাঝে কাটছে সময় তোমার আমি কবি।