তোমার দেশেতে ঘুণ ধরে গেছে-
তুমি ছোটো বিদেশেই;
তোমার এখানে অশান্তি আজ
তুমি দেখো সহজেই।


কতশত ফুল ফুটেছিল শাঁখে
জমেছে কতই কীট;
কেউ যদি আজ ফুল ছুঁড়ে দেয়
তুমি ছুঁড়ে দাও ইট।
মানুষ ভীষণ ভীত হয়ে আজ
মানুষ খুব ভয়েই।


এই দেশ আজ রক্তশূন্য
মানুষ বাক্যহারা;
সবাই বুঝিগো ঘুমিয়েই গেছে
নেই কোথা কারও সাড়া।
তুমি দিয়ে গেছ যে প্রতিশ্রুতি
তোমার ভঙ্গালয়েই।