তোমার দেহটি আমার কাঁধেতে স্বপ্নে ভাবিনি আমি-
অবশেষে আজ ঋণী করে গেলে হতভাগা এই স্বামী।


আজকে বুঝেছি তোমার এ দেহ কতটা লেগেছে ভারি!
আমার কাঁধেতে ভালোবাসা আজ যাতনা সয়েছি তারই।
মন থেকে সায় দেয় না যে প্রিয় ভীষণ কঠিন বোঝা!
চোখের জলের প্রতিটি ফোটায় সেই ভার আজ খোঁজা
এই বুকে ছিল তোমার কুঞ্জ সাজানো ফুলেতে যামী।


যতবার যাব ওই পথে প্রিয় তাঁকাব সেদিক ঘুরে;
চোখের পলকে ভাসবে যে তুমি থাকিব না আমি দূরে।
প্রদীপ জ্বালিব বেদনার ছায়ে তোমাকে করিব খুশি;
এক ফোটা জল কবর মাটিতে ফেলিব সেখানে বসি
চিরঘুমে তুমি শেষ সমাধিতে নামটি সেখানে দামি।


           -----------