তোমার চোখের পরে রেখে গেছি চোখ-
দেখেছি অনেকবার থামেনা পলক।


তোমাকে দেখেছি আজ আড়ে আড়ে চেয়ে-
তোমার মুখের পরে রূপ গেছে ছেয়ে;
তোমার বসনে চেয়ে ভুলেছি যে শোক।


তুমি যদি হও মোর জীবনের সই,
কাছেতে কখনো ডেকে যদি কথা কই!
ওই মুখে কেন দেখি আজিকে আলোক।